Update News

ক্রিস গেইলের ১০৪ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১৯৩ রান তুলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ৪ উইকেটে ১৭৮ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস। ম্যাচটি তারা হেরে গেছে ১৫ রানে।

কেন উইলিয়ামসন ৪১ বলে ৫৪ আর মনিশ পান্ডে ৪২ বলে অপরাজিত ৫৭ রান করলেও দলের জন্য সেটা যথেষ্ট ছিল না। সাকিব ১২ বলে ২৪ রানের ঝড়ো ইনিংসে ১টি চারের সঙ্গে শেষ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে মেরেছেন দুটি বিশাল ছক্কা।

এরআগে এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। গেইল শুরুটা করেছিলেন ধীরে। লোকেশ রাহুলের সঙ্গে ৪৭ বলের উদ্বোধনী জুটিতে তিনি তুলেন মোটে ৫৭ রান। ১৮ রান করে রাহুল এলবিডব্লিউ হন রশিদ খানের বলে।

ছোটখাটো ঝড় তুলে ৯ বলে ১৮ রানে সিদ্ধার্থ কাউলের শিকার হন মায়াঙ্ক আগারওয়েল। এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন গেইল। রশিদ খানের এক ওভারে চারটি ছক্কা হাঁকান। পরে যে-ই বোলিং করতে এসেছেন, তাকে আর বাদ দেননি।

এদিন বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৮ বলেই সেঞ্চুরি তুলে নিয়েছেন গেইল। আইপিএলে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। এবারের আইপিএলের প্রথম। শেষপর্যন্ত ৬৪ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার। দানবীয় এই ইনিংসে ১টি চারের পাশে ১১টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিংয়ে একদমই ভালো করতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২ ওভার বল করে ২৮ রান দিয়ে কোনো উইকেট না পাওয়ায় তাকে পরে আর বোলিংয়ে আনারই সাহস পাননি সানরাইজার্সের হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।

গেইল ছাড়া ২১ বল খেলে ৩১ রান করেন করুন নায়ার। ছয় বল খেলে ১৪ রান করে অপরাজিত থাকেন অ্যারোন ফিঞ্চ। সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে সাকিব আল হাসান আজ দুই ওভার বল করে ২৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। উইকেটশিকারিদের মধ্যে ভুবনেশ্বর কুমার ১টি, রশীদ খান ১টি ও সিদ্ধার্থ কাউল ১টি করে উইকেট নেন।

No comments

Powered by Blogger.