দেখুন এবার বিশ্বকাপ ফুটবল ২০১৮ তে টিকিট ক্রয়ে কোন দেশ এগিয়ে আছে ।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮

আগামী ১৪ জুন পর্দা উঠবে রাশিয়া ফুটবল বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে অংশ নেবে ৩২ টি দেশ। এরই মধ্যে শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত দল গুলো। দলগুলোর পাশাপাশি ব্যস্ত ফুটবল প্রেমীরাও। মাঠে বসে নিজের প্রিয় দলের খেলা দেখতে তারাও সংগ্রহ করে যাচ্ছেন ফুটবল বিশ্বকপের টিকিট।

বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বেশি টিকিট বরাদ্দ স্বাগতিক দেশ রাশিয়ার জন্য। দেশটির জন্য সর্বোচ্চ ৮ লক্ষ টিকিট বরাদ্দ। আয়োজক দেশ বাদে টিকিটি কেনায় সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। যদিও এবারের আসরে নেই দেশটি। তবুও তারা কিনেছে ৮০ হাজার টিকিট। আর সবচেয়ে কম টিকিট কিনেছে ইংল্যান্ড।

রাশিয়া বিশ্বকাপের টিকেট কেনার শীর্ষ ১০ দেশ :

১। যুক্তরাষ্ট্র : ৮০ হাজার।

২। ব্রাজিল : ৬৬ হাজার।

৩। কলম্বিয়া : ৬০ হাজার।

৪। জার্মানি : ৫৫ হাজার।

৫। মেক্সিকো : ৫২ হাজার।

৬। আর্জেন্টিনা : ৪৫ হাজার।

৭। পেরু : ৩৯ হাজার।

৮। চীন : ৩৭ হাজার।

৯। অস্ট্রেলিয়া : ৩৫ হাজার।

১০। ইংল্যান্ড : ৩১ হাজার

*****https://asb-allnews.blogspot.com*****

No comments

Powered by Blogger.