লুমিয়া ৬৫০ স্মার্টফোন দেশের বাজারে বিক্রি শুরু



মাইক্রোসফট করপোরেশন রবিবার থেকে বাংলাদেশের বাজারে লুমিয়া ৬৫০ মোবাইল ফোন সেটের খুচরা বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে। বিশেষ করে ব্যবসায়ী ও উইন্ডোজের ব্যবহার গ্রাহকদের জন্যই মূলত এই হ্যান্ডসেটটি নিয়ে আসা হয়েছে।

মাইক্রোসফট মোবাইল ডিভাইস সেলস-ইমার্জিং এশিয়া এর জেনারেল ম্যানেজার সন্দিপ গুপ্তা এ প্রসঙ্গে বলেন, আমরা গ্রাহকদের সামনে উৎকৃষ্ট পণ্য উপস্থাপনের ধারাবাহিকতায় জনপ্রিয় উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের এই মোবাইল হ্যান্ডসেট নিয়ে এসেছি। এতে গ্রাহকদের জন্য রয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা।

আধুনিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় সক্ষম ফোনটি। বাংলাদেশের গ্রাহকদের জন্য খুচরা পর্যায়ে লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা।

No comments

Powered by Blogger.